Modi Cabinet: শপথ নিলেন ৭২ জন, জেনে নিন মোদী ক্যাবিনেটের এই ৭ তথ্য

Mon, 10 Jun 2024-1:19 pm,

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শাপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। এদের মধ্যে ৩০ জন্য পূর্ণ মন্ত্রী। ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

 

নরেন্দ্র মোদীই দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি জওহরলাল নেহরুর পর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হলেন।

 

প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রায় রাষ্ট্রপতি ভবনের লনে হল শপথগ্রহণ। এইচ ডি কুমারস্বামী ও জেডিইউ লিডার লালন সিং এনডিএ সহযোগী নেতা হিসেবে শপথ নিলেন।

 

উত্তর পূর্ব থেরে শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল ও কিরেন রিজিজু ।

 

কংগ্রেস ছেড়ে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মন্ত্রী করা হল। চার পর পর এই প্রথম কোনও  বড় পদ পেলেন জ্যোতিরাদিত্য।

লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানকে মন্ত্রী করা হল। রাম বিলাস পাসোয়ানের ছেলে এভার ভোটে জিতে বিহারের রাজনীতিতে ফের নিজেকে প্রাসঙ্গিক করে তুললেন।

নতুন মন্ত্রী হলেন, মনোহরলাল খট্টর, এইচি ডি কুমারস্বামী, জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, জিতনরাম মাঝি, চিরাগ পাসোয়ান, জ্য়োতিরাদিত্য মাধব রাও সিন্ধিয়ার মতো নেতাকে ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link