Baba Vanga Predictions: ভয়াবহ যুদ্ধ থেকে বিজ্ঞানে সাফল্য, ২০২৪ সালে সত্যি হয়েছে বাবা ভাঙ্গার এইসব ভবিষ্যদ্বাণী
একটা বছর চলে গেলে। আর ওই বছরটির জন্য একাধিক চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগোরিয়ার মিস্টিক বাবা ভাঙ্গা। নিজের দৃষ্টিশক্তি ছিল না কিন্তু ভবিষ্যত দেখেছিলেন অন্য এক চোখে। তাঁর অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে ছিল বিশ্বজুড়ে আর্থিক মন্দা। ২০২৪ সালের জন্য বাবা ভাঙ্গা বলেছিলেন বিশ্বজুড়ে জিনিসপত্রে দাম বাড়বে, ছাঁটাই বাড়বে এবং বাড়বে সুদের হার। এর প্রধান ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য উন্নত দেশ।
বাবা ভাঙ্গা বলেছিলেন ২০২৪ সালে গোটা বিশ্বে পরিবেশের অবস্থা আরও খারাপ হবে। গত বছর ছিল বিগত কয়েক দশকের সবচেয়ে উষ্ণতম বছর। কোথাও বন্যা হয়েছে, কোথায় খরা। গোটা বিশ্বের নেতারাই এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সারভাইক্যাল ক্যান্সারের চিকিত্সায় বড় সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। এমনটাই বলেছিলেন বাবা ভাঙ্গা। বিজ্ঞানীরা বলছেন বিশষ ধরনের কেমোথেরাপি দিয়ে সারভাইক্যাল ক্যান্সারে মৃত্যু ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া যাবে।
বাবা ভাঙ্গা বহু আগেই বলেছিলেন ২০২৪ সালে ইউরোপে বিশাল যুদ্ধ লাগবে। তৈরি হবে রাজনৈতিক অস্থিরতা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ওই যুদ্ধ পরোক্ষভাবে জড়িয়েছে আরও অনেক দেশ।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ছিল টেকনোলজি বিশেষ করে কৃত্তিম বুদ্ধিমত্তায় বড় সাফল্য আসবে। চিকিত্সা, আইনি ও সৃজনশীল কাজে বড় ভূমিকা নেবে এআই। সেটাই হয়েছে। তবে প্রশ্ন উঠেছে মানব সমাজে এইআইয়ের ভূমিকা নিয়েও।