মহাদেবের আশ্চর্য এক মন্দির, এখানে দিনে তিনবার রং বদলায় শিবলিঙ্গের
মহাদেবের কয়েক হাজার মন্দির ছড়িয়ে রয়েছে সারা দেশে। কিন্তু এই মন্দিরের ব্যাপারটা একেবারেই আলাদা।
Achleshwar Mahadev Mandir. এই মন্দিরে দিনে তিনবার শিবলিঙ্গের রং বদলায়। কী কারণে এমনটা হয়, তা এখনও রহস্যে মোড়া।
রাজস্থানের ধোলপুরে অবস্থিত এই মন্দির। এখানে প্রতিদিন দিনে তিনবার নিয়ম করে শিবলিঙ্গ রং বদলায়। তবে এই শিবলিঙ্গটি দেখতে একেবারেই আলাদা কিছু নয়। আর পাঁচটা শিবলিঙ্গের মতোই দেখতে এটি।
এই মন্দিরের শিবলিঙ্গের রং বদল দেখতেই ভক্তদের ভিড় জমে। দিনে তিনবার শিবলিঙ্গের রং বদলের কারণ খোঁজার চেষ্টা করেছেন বিজ্ঞানীরাও।
সকালে শিবলিঙ্গের রং হয় লাল। দুপুরে গেরুয়া ও রাতে কালো রংয়ের হয়ে যায় শিবলিঙ্গ।
Achleshwar Mahadev Mandir দর্শনের পর জীবনের অপূর্ণ ইচ্ছে পূরণ হয়। জীবনে শান্তি আসে। এমনটাই বিশ্বাস করেন ভক্তরা।
যদিও স্থানীয়রা বিশ্বাস করেন, এই মন্দিরে শিবলিঙ্গের দর্শনের পর অনেকেই মনের মতো জীবনসঙ্গী খুঁজে পান।
ধোলপুরের এই শিবমন্দিরের প্রতি ভক্তদের বিশ্বাস ও ভক্তি বছরের পর বছর ধরে অটুট। তাই বছরের যে কোনও সময়ই এখানে মানুষের ঢল নামে।