জাল হচ্ছে ৫০ টাকার নোট, কীকরে চিনবেন আসল নোট
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি বাজার ঘুরছে বহু জাল ৫০ টাকার নোট। বড় নোটের ক্ষেত্রে সাধারণ মানুষ সতর্ক হয়ে যাওয়ায় জাল নোটের কারবারিরা এখন ১০০ ও ৫০ টাকার নোটের ওপরে নজর দিয়েছে।
দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী পঞ্চাশ টাকার নোট স্ক্যান করে তা আসল নোটের মত ছাপানো হচ্ছে। তবে একটু খেয়াল করলেই নোট জাল কিনা তা বোঝা যায়। কীকরে বুঝবেন নোট জাল কিনা?
দেবনাগরি অক্ষর ५० টাকা লেখা থাকে।
নোটের ঠিক মাঝখানে থাকে মহাত্মা গান্ধীর ছবি।
খুব ছোট অক্ষরে লেখা থাকে ‘RBI’, ‘भारत’, ‘INDIA’
নোটের ডান দিকে থাকে অশোক স্তম্ভ।
নোটের নম্বর বাঁদিক থেকে ডানদিকে ক্রমশ বড় হয়।