জেনে নিন গণেশের নানা অজানা নাম ...

Thu, 13 Sep 2018-6:38 am,

# যে কোনও কাজে সাফল্যের জন্য গণেশপুজো করা হয়। তা সে ব্যবসাই হোক বা চাকরি, লেখাপড়া হোক বা অন্য কিছু।

 

# প্রচলিত আছে "ওম গণ গণপতয়ে নমোঃ" কথাটি ২১ বার অথবা ১০৮ বার প্রতি দিন স্তব করলে কার্য সিদ্ধি যেমন হয় দিনও ভালো যায়। বিভিন্ন নামে সমাদৃত গজানন।

 

# সংস্কৃত শাস্ত্র অনুযায়ী একদন্ত, লম্বোদর, বিঘ্নরাজ, বজ্র, বিকট, ভীমা, দ্বৈমাতুর, অবিঘ্ন, বালচন্দ্র বিভিন্ন নামে পরিচিত গজানন।

 

# মহারাষ্ট্র – বিনায়ক, বিঘ্নেশ, বিঘ্নেশ্বর

# তামিলনাড়ু  – পিল্লাই, পিল্লাইয়ার

# দ্রাবিড়ভাষী অন্যান্য অঞ্চলে – পাল্লু, পেল্লা, পেল্ল

# নেপাল – হেরম্ব

# শ্রীলঙ্কা – গণ দেবিয়ো

# মায়ানমার – মহা পেইন্নে

# তাইল্যান্ড – ফ্রা ফিকানেত

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link