কোন কোন জেলার ওপর দিয়ে কত কিমি বেগে বইবে আমফান, জেনে নিন

Mon, 18 May 2020-5:04 pm,

পুরুলিয়া ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে।

হুগলি

১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে। 

হাওড়া ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। সঙ্গে  বজ্রবিদ্যুৎ। ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৭০ থেকে ৮০ কিমি বেগে প্রবল হাওয়া ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে। 

ঝাড়গ্রাম ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে।

 

কলকাতা ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৭০ থেকে ৮০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া। জেলার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে। 

পুরুলিয়া ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে।

দক্ষিণ ২৪ পরগনা ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।   ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ১০০ থেকে ১২০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া। জেলার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে। 

উত্তর ২৪ পরগনা ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ১০০ থেকে ১২০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া। জেলার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে। 

পশ্চিম মেদিনীপুর: 

১৭ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। 

১৮ মে রাত ৮টা থেকে ১৯ মে সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ** ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link