চিনে নিন হেপাটাইটিস বি-র লক্ষণগুলিকে, সতর্ক হয়ে যান আগেভাগেই

Sudip Dey Fri, 25 Jan 2019-5:42 pm,

হেপাটাইটিস-বি প্রাণঘাতী মারাত্মক রোগ। পৃথিবীর প্রায় ৩ কোটি মানুষ প্রতি বছর হেপাটাইটিস-বি-তে আক্রান্ত হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মতে, সারা বিশ্বে ২০০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত এবং ৪০ কোটির বেশি মানুষ এই রোগের জীবানু অজান্তেই বহন করে চলেছেন।

চিকিত্সকদের মতে, হেপাটাইটিস-বি এইডসের চেয়ে বেশি সংক্রামক। এইডসের কারণে পৃথিবীতে এক বছরে যত জনের মৃত্যু হয়, প্রতিদিন তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয় হেপাটাইটিস-বি-র কারণে।

হেপাটাইটিস বি-র সবচেয়ে ভয়াবহ দিকটি হল, এর উপসর্গ বা লক্ষণগুলি অত্যন্ত সাধারণ। ফলে হেপাটাইটিস বি-র সংক্রমণ মারাত্মক আকার ধারণ করার আগে পর্যন্ত আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না যে তিনি এই রোগের শিকার। আসুন চিনে নেওয়া যাক হেপাটাইটিস বি রোগের লক্ষণগুলিকে।

সব সময় অবসন্ন বোধ করা, বেশীরভাগ সময়েই মাথা ব্যথা করা, হঠাত্ হঠাত্ গা চুলকাতে থাকা ইত্যাদি হেপাটাইটিস বি-এর লক্ষণ।

হাড়ের জয়েন্টে ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের জয়েন্টে ব্যথা অনুভব করা।

সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন তখন বমি হওয়া।

সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া।

চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link