World Rainforest Day: কাকে বলে বৃষ্টি অরণ্য? কী ভাবে সমৃদ্ধ করে সাধারণ মানুষকে?

Soumitra Sen Thu, 22 Jun 2023-7:37 pm,

এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য হল জলবায়ু, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও জীবনযাত্রায় বৃষ্টি অরণ্যের গুরুত্ব তুলে ধরা এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বৃষ্টি অরণ্য সুরক্ষিত করা, যে-অরণ্যাঞ্চল ইতিমধ্যেই বিনষ্ট হয়ে গিয়েছে তা পুনরুদ্ধার করা। 

সারা পৃথিবীতে বেশ কিছু বিশিষ্ট রেইনফরেস্ট আছে। তার মধ্যে আমাজন সম্ভবত সর্বোচ্চে। কিন্তু এ ছাড়াও আরও কয়েকটি রেইনফরেস্ট আছে। যেমন কঙ্গো। এই নদীটি বিশাল ও বিপুল। এই নদীর বেসিনে আছে এই বিপুল অরণ্য।  

মার্কিন ন্যাশনাল ফরেস্টের সাউথইস্ট আলাস্কায় এই টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট। 

নিউ গিনি। বিশ্বের সেকেন্ড লার্জেস্ট আইল্য়ান্ড। এ অঞ্চলের ট্রপিক্যাল রেইনফরেস্টও খুব বিশিষ্ট।

ভারতের সুন্দরবন এক অসাধারণ অরণ্যাঞ্চল। এই অরণ্য নানা কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একে রক্ষা করা দরকার। 

এবছর বিশ্ব বৃষ্টি অরণ্যদিবসের থিম হল -- 'Conserve. Restore. Regenerate.'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link