মোবাইলে কথা বলেন, জানেন কি কোন ফোন ক্ষতিকারক রেডিয়েশন ছড়ায় সবচেয়ে বেশি!

Mon, 05 Nov 2018-2:35 pm,

মোবাইল ফোন ছাড়া এখন জীবন অচল। শরীরের কাছাকাছি থাকার ফলে এই ফোন থেকে বেরিয়ে আসা রেডিয়েশনও প্রবেশ করছে আমাদের দেহে। ভবিষ্যতে তা দেহের মারাত্মক ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে জেনে নিন রেডিয়েশন নিয়ে বিশিষ্ট কনজিউমার ডেটা ফার্ম Statista এর রিপোর্ট। জেনে  নিন কোন হ্যান্ডসেট সবচেয়ে বেশি রেডিয়েশন কত।

কানে রেখে কথা বললে  Xiaomi Mi A1 রেডিয়েশন ছাড়ায় ১.৭৫ ওয়াটস পার কিলোগ্রাম।

OnePlus 5T  এর রেডিয়েশন ১.৮৬ ওয়াটস পার কিলোগ্রাম।

Huawei Mate 9 এর রেডিয়েশন ১.৬৪ ওয়াটস পার কিলোগ্রাম।

Huawei Mate P9 Plus  এর রেডিয়েশন ১.৪৮ ওয়াটস পার কিলোগ্রাম।

OnePlus 5 এর রেডিয়েশনের পরিমাণ ১.৮৬ ওয়াটস পার কিলোগ্রাম।

iPhone 7 এর রেডিয়েশনের পরিমাণ ১.৩৮ ওয়াটস পার কিলোগ্রাম।

Sony Xperia XZ1Compact এর রেডিয়েশনের পরিমাণ ১.৩৬ ওয়াটস পার কিলোগ্রাম।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link