কিংবদন্তির ক্লাবে ফেরা, এবার কোচ হিসেবে নু ক্যাম্পে কোম্যান
সেতিয়েনের ছাঁটাইয়ের পর, বার্সেলোনার নতুন কোচ হিসাবে ক্লাবের প্রাক্তন ফুটবলার রোনাল্ড কোম্যানের ন্যু ক্যাম্পে আসা ছিল শুধু সময়ের অপেক্ষা।
বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তামউ আগেই জানিয়েছিলেন কোম্যানই বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন। বাকি ছিল সরকারি ঘোষণা।
বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তামউ আগেই জানিয়েছিলেন কোম্যানই বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন। বাকি ছিল সরকারি ঘোষণা।
১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন এই ডাচ ফুটবলার।
২০ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে ন্যু ক্যাম্পে ফিরতে চলেছেন কোম্যান।