গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

Sukhendu Sarkar Mon, 22 Oct 2018-1:45 pm,

# রবিবার গুয়াহাটিতে একদিনের ক্রিকেটে ৩৬ তম শতরান করেন বিরাট কোহলি। ১৪০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। চলতি বছরে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২০৯৮ রান করলেন বিরাট কোহলি।

 

# এখন পর্যন্ত ১০ টি টেস্টে ১০৬৩ রান, ১০টি একদিনের ম্যাচে ৮৮৯ রান এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬ রান করেছেন বিরাট কোহলি।

 

# পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করলেন বিরাট কোহলি। এর আগে এই কৃতিত্ব রয়েছে আরও তিন জনের।

# ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর পর তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করেন সচিন তেন্ডুলকর।

# ২০০২-২০০৪ তিন ক্যালেন্ডার বছরে ২০০০ রান করে করেন অজি ওপেনার ম্যাথু হেডেন।

# ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পর পর তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করেন ইংল্যান্ডের জো রুট।

# ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করেছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা(২৮৬৮)

# সাঙ্গাকারাকে টপকাতে বিরাটের প্রয়োজন আর মাত্র ৭৭১ রান। ২০১৮ সালে বিরাটের হাতে রয়েছে এখনও ১৩টি ম্যাচে ১৬টি ইনিংস।

# এক ক্যালেন্ডার বর্ষে ৩০০০ রানের নজির স্পর্শ করতে বিরাটের প্রয়োজন ৯০২ রান।

# অধিনায়ক হিসেবে পর পর দুই বছর ২০০০ রান করার নজির একমাত্র বিরাট কোহলির রয়েছে। এই নজির আর কোনও অধিনায়কের নেই।      

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link