বেঙ্গালুরুতে হেনড্রিকসের কাঁধে বিরাটের ধাক্কা! সতর্ক করল আইসিসি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে বেরান হেনড্রিকসের কাঁধে ধাক্কা মারায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সতর্ক করল আইসিসি।
ম্যাচের পঞ্চম ওভারে রান নেওয়ার সময় হেনড্রিকসের কাঁধে ধাক্কা মারেন কোহলি।
অসঙ্গত কারণে ধাক্কার অভিযোগ বিরাটের বিরুদ্ধে । আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা লঙ্ঘণ করেছেন বিরাট কোহলি। তাই শাস্তি হিসেবে তাকে ১ ডেমেরিট পয়েন্টের সঙ্গে সতর্ক করা হয়েছে।
বেঙ্গালুরুতে ম্যাচের পর রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন কোহলি। তবে কোনও শুনানি হয়নি।
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ডেমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার শাস্তি পেলেন কোহলি।