Kolkata Airport Fire: দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন, আতঙ্কিত অসংখ্য যাত্রী

Sabyasachi Bagchi Wed, 14 Jun 2023-10:15 pm,

বুধবার অর্থাৎ ১৪ জুন রাতে হঠাৎই আগুন লেগেছে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, ৩-এ গেটের কাছে হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।

 

খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলও।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে সরকারি ভাবে পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানাননি। তবে সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

 

রাত ৯টা ১৫ মিনিট নাগাদ ৩-এ গেটের কাছে সিকিওরিটি চেকিংয়েক একটি কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীদের কয়েক জন জানিয়েছেন। 

ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। তবে দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।

 

বুধবার রাত ন’টা নাগাদ দমদম বিমানবন্দরের ডি পোর্টালের কাছে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে গোটা বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। 

বিমানবন্দর চত্বর পুরোপুরি বদ্ধ জায়গা হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে, সেটা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের কর্মীরা।

 

আতঙ্ক বাড়তে থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও আগুন নেভানোর এবং ভিড় নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। 

যাত্রীদের ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা।

রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের সবরকম ব্যবস্থা রাজ্য সরকার করছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link