ইলিশ, চিংড়ি, কাতলার ছড়াছড়ি! নলবনে চলছে মাছের উত্সব, চলবে মাত্র তিনদিন
ইলিশ, চিংড়ি, কাতলার ছড়াছড়ি। তিনদিন মাছের উত্সব চলবে নলবনের ফুড পার্কে। আজ থেকে শুরু। মাছপ্রেমী বাঙালির কাছে এর থেকে বড় সুযোগ আর কী হতে পারে!
বেঙ্গল ফিস ফেস্ট ২০২০ পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। যেখানে সস্তায় মাছের একাধিক সুস্বাদু পদ চেখে দেখার সুযোগ পাবেন ভোজনরসিকরা।
খাবারের সঙ্গে থাকবে গান-বাজনা উপভোগ করার সুযোগ। উষা উত্থুপ, রূপম ইসলাম, স্বপন বসু, লোপামুদ্রারা থাকবেন।
মাছ চাষের ব্যাপারেও অভিজ্ঞদের থেকে পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে। থাকবেন বহু স্বনামধন্য বিশেষজ্ঞ।
মাত্র তিনদিন চলবে এমন মহোত্সব। ১০, ১১ ও ১২ জানুয়ারি। তাই দেরি না করে একবার চলে আসতেই পারেন নলবন ফুড পার্কে। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিসহ একাধিক আধিকারিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।