CBI In Bogtui: `শকিং` বগটুই গণহত্যার তদন্তে SIT-কে তুলোধনা, হাইকোর্টের রায়ের ১০ দিক
নিজস্ব প্রতিবেদন : বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বগটুইয়ের গণহত্যাকাণ্ডকে 'শকিং' বলে উল্লেখ করেছে আদালত। পাশাপাশি, এই ঘটনার তদন্তে রাজ্য সরকারের SIT-এর ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে আদালত। একনজরে হাইকোর্টের রায়ের ১০ দিক-
"২২ তারিখ সিট গঠিত হয়েছে।"
"এখনও পর্যন্ত তদন্তে কার্যকরী ভূমিকা নিতে পারেনি SIT।"
"যতটা গুরুত্বের সাথে তদন্ত করা উচিত ছিল, তা হয়নি।"
"SIT আর তদন্ত করতে পারবে না।"
"শুধু কাগজপত্রই নয়, ধৃত ও অভিযুক্তদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে।"
"অভিযোগ আছে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার।"
"CBI-কে সহযোগিতা করতে হবে। দ্রুত ধরতে হবে দোষীদের।"
"এই ভয়াবহ ঘটনা সমাজের বিবেকের উপর আঘাত।"
"সত্য উদ্ঘাটনের প্রয়োজন আছে।"
"ন্যায়বিচারের স্বার্থেই তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হল।"