Kolkata Metro: বোর্ডের অনুমোদন মিললেই শুরু হবে যাত্রী পরিষেবা, কমলা লাইনে ফের দৌড়ল মেট্রো রেল
রেল সেফটি কমিশনের ছাড়পত্র মিলেছে আগেই। এবার রেল বোর্ডের অনুমোদন পেলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত হল ট্রায়াল রান।-ছবি ও তথ্য-অয়ন ঘোষাল
বুধবার কলকাতা মেট্রোর কমলা লাইনে কবি সুভাষ থেকে রুবি অর্থাত্ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ফের হল ট্রায়াল রান। এনিয়ে পরপর দুদিন পরীক্ষামূলক ভাবে ওই পথে দৌড়ল মেট্রো। -ছবি ও তথ্য-অয়ন ঘোষাল
যে কোনও সময় শুরু হতে পারে যাত্রী পরিষেবা। তাই ট্রেন ও রেল কর্মীদের তৈরি রাখার জন্য অরেঞ্জ লাইনে ট্রায়াল রান চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এই পথের দৈর্ঘ ৫.৪ কিলোমিটার। -ছবি ও তথ্য-অয়ন ঘোষাল
ওই পথে পরপর দুদিন ট্রায়াল রান চালাল মেট্রো রেল। মোট দশটি ট্রিপ দেওয়া হল। -ছবি ও তথ্য-অয়ন ঘোষাল
রেল কর্তৃপক্ষ দেখে নিতে চাইছেন এসি রেক, লাইন, বিদ্যুত্ সরবারহ ব্যবস্থা কেমন আছে। পাশাপাশি প্রতিটি স্টেশনে রেলকর্মীদের তত্পরতাও পরখ করে নিল রেল কর্তৃপক্ষ। -ছবি ও তথ্য-অয়ন ঘোষাল