কলকাতার হকার সমস্যা সমাধানে পৌরসভার মুশকিল আসান ‘ঠেলা’
গড়িয়াহাট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকারদের কলকাতা পৌরসভার তরফে দেওয়া হবে এই ঠেলাগাড়ি।
এন্টালি ওয়ার্কশপে মডেল ঠেলা গাড়ি তৈরি করা হচ্ছে।
এই ঠেলাগাড়ি গড়িয়াহাটের হকারদের কলকাতা পৌরসভার তরফে দেওয়া হবে।
এক একটা ঠেলাগাড়ি বানাতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। যা বিনামূল্যেই গড়িয়াহাটের হকারদের দেওয়া হবে। প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনার পরই পরিদর্শনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছিলেন, গড়িয়াহাটের হকারদের প্লাস্টিক খুলে ফেলতে হবে। এবং ঠেলায় সামগ্রী এনে বিক্রি করতে হবে। তারপর ক্ষতিগ্রস্ত হকারদের ঠেলা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।