কর্মীদের জন্য বাস চালানোর কথা ভাবছে কলকাতা পুরসভা!
কলকাতা পুরসভা খুলল। হাজিরা ছিল ৯০ শতাংশ। কিন্তু কীভাবে অফিসে এসে পৌঁছবেন, তা নিয়েই কর্মীদের মধ্যে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। যাঁদের আসার জন্য একমাত্র ট্রেনেই ভরসা, তাঁরা অনেকেই দূর থেকে গাড়ি ভাড়া করে এসেছেন।
কর্মীদের কর্মস্থলে আসার জন্য বিশেষ পদক্ষেপ করল কলকাতা পুরসভা। কর্মীদের যাতায়াতের জন্য বাস চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে।
বিভিন্ন পয়েন্ট থেকে বাস ছাড়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে
কলকাতা পুরসভা তার সব দফতরের কাছ জানতে চাইছে তাদের কতজন কলকাতা থেকে আসেন, কতজন বাইরে থেকে।
প্রত্যেক দফতরকে বলা হয়েছে রিপোর্ট দিতে।