দ্বিস্তর নিরাপত্তার বেষ্টনিতে হচ্ছে মোহনবাগানে নির্বাচন

Suman Majumder Sun, 28 Oct 2018-1:17 pm,

নিশ্ছিদ্র নিরাপত্তায় হচ্ছে মোহনবাগান নির্বাচন। সকাল দশটা কুড়ি থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কলকাতা পুলিশের তরফে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই তাঁবুর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে।

সব মিলিয়ে ৮৫৮৪ জন ভোটার। ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। তার পর গণনা। রাত দশটার আগে ফল ঘোষণার সম্ভাবনা নেই বললেই চলে।

সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েও তুলে নেন অঞ্জন মিত্র। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জিতেছেন টুটু বোস। সভাপতি পদ বাদ দিলে মোট ২১টি পদের জন্য চলছে নির্বাচন। প্রার্থী সংখ্যা ৫০ জন। 

সকাল দশটা থেকে ১৯টা বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম ঘণ্টাতেই ৯৫০টা ভোট পড়েছে।

ক্লাব তাঁবুর ভিতরে ও বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কোনও রকম ঝামেলা এড়াতে আগে থেকেই সচেষ্ট পুলিশ। 

আদালতের নির্দেশে হই কোর্টের তিনজন বিচারপতির তত্ত্বাবধানে হচ্ছে এবারের মোহনবাগান নির্বাচন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link