বিসর্জনে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিস, বাজানো যাবে না ডিজে

Fri, 19 Oct 2018-6:35 pm,

শেষ লগ্নে শারদোত্সব। আগামী বছরের অপেক্ষায় সবার মুখ ভার। দশমীর সকাল থেকেই পশ্চিমবঙ্গজুড়ে বিভিন্ন ঘাটে শুরু হয়েছে বিসর্জন। বিসর্জন চলছে কলকাতার ঘাটগুলিতেও। আর এবারের বিসর্জনেও একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিস। শব্দদূষণ রুখতে এবার ডিজে-র ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

 

কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর বিসর্জনে বাজানো যাবে না ডিজে। কলকাতার প্রায় ২,৫০০টি পুজো কমিটিকে যে আদর্শ আচরণবিধি বিলি করা হয়েছে তাতে স্পষ্ট করা হয়েছে, একাধিক লাউড স্পিকারও একসঙ্গে বাজানো যাবে না ভাসানের শোভাযাত্রায়। 

শহর ও শহরতলিতে শব্দদানবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন বহু মানুষ। কখনো লাউড স্পিকার আবার কখনো শব্দবাজিতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ ও শিশুরা। উত্সবের নামে নির্যাতনের এই ধারায় রাশ টানতে কলকাতা পুলিসের উদ্যোগ শহর কলকাতাকে আরও নির্মল করবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

শুধু নিষেধাজ্ঞা জারি করেই থামেনি কলকাতা পুলিস। কলকাতার প্রতিটি ঘাটে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা। বিপদ রুখতে জলা নামানো হয়েছে স্পিড বোট। গঙ্গাদূষণ রুখতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে কলকাতা পুরসভাও।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link