জলমগ্ন শহর, দেখুন মহানগরীর জলছবি
দিনভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
শুক্রবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে হাঁটুজল জমে গিয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি চত্ত্বরে।
একই অবস্থা উত্তর কলকাতার অন্য়ান্য এলাকাগুলিতেও। দক্ষিণ কলকাতা-সহ সেক্টর ফাইভও কার্যত জলের তলায়।
ব্যাহত যান চলাচলা। দুর্ভোগে নিত্যযাত্রীরা। রাতের দিকে বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
পুরসভার কন্ট্রোলরুমে থেকে জমা জল সরানোর কাজ তদারকি করেন মেয়র ফিরহাদ হাকিম।