Kolkata Record 43 Degree: তপ্ত কড়াইয়ে জ্বলছে কলকাতা, ৭০ বছর পর ফের রেকর্ড ৪৩! আরও চড়বে পারদ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেকর্ড ৪৩ ছুঁল কলকাতার পারদ। ৭০ বছর পর আবার ৪৩-এ পৌঁছে গেল কলকাতার পারদ।
মঙ্গলবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি। চলছে তীব্র তাপপ্রবাহ। আর আজ রাজ্যের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলাইকুন্ডায় ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। প্রবল গরমে সুনসান রাস্তাঘাট। গাড়িঘোড়া থেকে জনমানুষের দেখা সেভাবে নেই বললেই চলে।
এর আগে ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি। সেই রেকর্ড কি ভেঙে দেবে এবারের গরম?
পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের কবলে গোটা দক্ষিণবঙ্গ। এখনই নিস্তার নেই তাপপ্রবাহের হাত থেকে।
এই গরমে সোমবার রাতেই বড়বাজার এলাকায় হিট স্ট্রোক হয়ে বিজেপি কর্মী এক যুবকের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে।