জমি দেখা চূড়ান্ত, দমদমের কাছেই গড়ে উঠবে নতুন বিমানবন্দর?
সুতপা সেন: দমদম বিমানবন্দরে চাপ বাড়ছে, সে জন্য রাজ্যে আর একটি বিকল্প বিমানবন্দর চাইছে Airport authority of india। তার জবাবে অণ্ডাল বিমানবন্দরের নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার।
কিন্তু অণ্ডাল বিমানবন্দর নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রের। দমদম বিমানবন্দরের চাপ কমাতে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে বিকল্প ব্যবস্থা চাইছে তারা। রাজারহাটে জমি চাওয়া হয়েছে।
কিন্তু রাজারহাটে একলপ্তে এত জমি পাওয়া মুশকিল। সে কারণে বিকল্প জমির সন্ধান করছিল রাজ্য সরকার।
সেই জমি মিলেছে নৈহাটি কাঁপা চাকলায়। ওই জমিটি ২ হাজার একর। জমির একাংশের মালিকানা সেনাবাহিনীর হাতে। বাকি অংশ ব্যক্তি মালিকানার।
উত্তর ২৪ পরগনার জেলা শাসকের কাছে দুটি পৃথক চরিত্রের জমির আলাদা মানচিত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মানচিত্রটি যাচাইয়ের তা অসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন মুখ্যসচিব। (প্রতীকী ছবি)
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সায় দেওয়ার পর ওই জমিটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই বলা যায়, সব কিছু ঠিক থাকলে আগামী দিনে দমদম বিমানবন্দরের কাছেই আরও একটা বিমানবন্দর পেতে চলেছে রাজ্য।