পথের দাবি : কলকাতার রাস্তায় প্রথমবার মহিলা ট্রাফিক সার্জেন্ট
তিন শতক অতিক্রম করা মহানগরের রাজপথে এবার দেখা মিলবে মহিলা ট্রাফিক সার্জেন্টের। কলকাতা শহরের বেপরোয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন রক্ষার দায়িত্বে থাকবেন ২৪ জন নারী।
পুলিস কমিশনার রাজীব কুমার ইতিমধ্যেই এই বাহিনীর যাবতীয় ট্রেনিং পর্যবেক্ষণ করেছেন এবং প্রশিক্ষণে উত্তীর্ণ মহিলা কনস্টেবলদের সঙ্গে কথাও বলেছেন।
কলকাতা পুলিস সূত্রের খবর অনুযায়ী, বুলেটের বদলে আপাতত স্কুটিতে সওয়ার হয়েই দায়িত্ব নির্বাহ করবেন এই মহিলা ট্রাফিক পুলিসরা।
কল্লোলিনী কলকাতায় মহিলা গাড়ি চালকদের সংখ্যা বাড়তেই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিসের সদর দফতর।
লালবাজার সূত্রের খবর, মহিলা কনস্টেবলদেরও এবার থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে দেখা যাবে।
প্রাথমিক স্তরে শহরের ব্যস্ততম রাস্তায় ট্রাফিক সার্জেন্টদের সহকারির ভূমিকা পালন করবেন এই মহিলা কনস্টেবলরা।
উল্লেখ্য চলতি নিয়ম অনুযায়ী, মহিলা পুলিস আধিকারিকের অবর্তমানে কোনও পুরুষ ট্রাফিক সার্জেন্ট কোনও মহিলা চালককে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। এমনকী কোনও মহিলা চালকের গাড়ি থামানোর অধিকারও নেই কোনও ট্রাফিক সার্জেন্টের।