Traffic Rules: শহরজুড়ে বলবৎ কঠোর ট্রাফিক আইন, বাড়ল জরিমানার অঙ্ক

Thu, 27 Jan 2022-2:18 pm,

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'সেফ ড্রাইভ সেভ লাইফ' (Safe Drive Dave Life) প্রকল্পকে কঠোর ভাবে বলবৎ তৎপর কলকাতা পুলিস।

বৃহস্পতিবার অফিস টাইমে খাতায় কলমে সেই কড়া বিধি কার্যকর করতে পথে নামল পুলিস। আলিপুর মোড়ে ভবানীপুর এবং সাউথ-ইস্ট ট্রাফিক গার্ড যৌথ  অভিযান করল। তাতেই সামনে এল নানান ট্রাফিক বেনিয়মের ঘটনা। 

এতদিন যে কেসগুলিতে নামমাত্র জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত, এবার সেই জরিমানা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। 

এতদিন হেলমেট ছাড়া বাইক চালালে ২০০ টাকা জরিমানা দিতে হত। এবার তা বেড়ে হয়েছে ২৫০০ টাকা। 

ট্রাফিক পুলিসের সঙ্গে অসহযোগিতা বা দুর্ব্যবহার করলে এবার থেকে জরিমানা দিতে হবে ২০০০ টাকা।  লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫০০০ টাকা। 

বেপরোয়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫০০০ টাকা। অ্যাম্বুল্যান্স এবং দমকলকে রাস্তা না ছাড়লে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। তিন বছরের মধ্যে একই অপরাধ ফের করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link