31st Night: বর্ষবরণে বজ্রআঁটুনি! বেপরোয়া বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালেই...
অয়ন ঘোষাল: বিদায় ২০২৪। রাত পোহালেই নতুন বছর। শহরের বিভিন্ন প্রান্তে বছর শেষের উদযাপন। বর্ষবরণের রাতে শহরে ব্যাপক পুলিসি নিরাপত্তা। জনবহুল জায়গাগুলিতে অতিরিক্ত পুলিস মোতায়েন। পার্ক স্ট্রিট, ধর্মতলা এলাকায় ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা। বর্ষশেষ ও নতুন বছরে দায়িত্বে ৪৫০০-র বেশি অফিসার ও কর্মী।
অ্যান্টি-ক্রাইম টিম। লেডি পুলিস এবং বিশেষ অ্যান্টি-ক্রাইম ইউনিট মোতায়েন করা হয়েছে যেকোনো ধরনের অশান্তি প্রতিরোধে।
যানবাহন ব্যবস্থাপনা। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং বেপরোয়া বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে পর্যাপ্ত ট্রাফিক পুলিস মোতায়েন।
পার্ক স্ট্রিটে বিশেষ ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ এবং সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট ধর্মতলা এলাকায় বিশেষ ব্যবস্থা। ৩১শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি দিনগুলিতে ৪৫০০-র বেশি অফিসার এবং কর্মী দায়িত্বে থাকবেন।
জনগণের প্রতি পুলিসের আবেদন: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ট্রাফিক নিয়ম এবং সুরক্ষা বিধি যেমন হেলমেট পরা মেনে চলুন। প্রয়োজনে পুলিস সহায়তা বুথ বা ডিউটি-রত পুলিস কর্মীদের সাহায্য নিন। ভিড় এবং যানবাহন পরিচালনার পরিকল্পনার সঙ্গে সহযোগিতা করুন।