কলকাতার ট্রাফিক আপডেট: কোন রাস্তা এড়িয়ে চলবেন?
সকাল থেকে শহরে বাড়ছে ভিড়। বিভিন্নপ্রান্ত থেকে জনতার ভিড় ব্রিগেডমুখী। পুলিস ট্রাফিক সচল রাখার চেষ্টা করলেও বিভিন্ন রাস্তায় আটকে পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তর।
বিশাল ভিড় আসছে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে। তবে কোনও মিছিলই শহরের উড়ালপুল দিয়ে আসছে না।
রাস্তার ভিড় এড়াতে ব্যবহার করুন মেট্রো। রাস্তাঘাটে এদিন বাসের সংখ্যাও কম বলে দাবি সাধারণ মানুষের। ফলে হাতে সময় নিয়ে বেরোন।
শিয়ালদহ-বিধানসরণী- সিআর অ্যাভিনিউ থেকে ব্রিগেড।
শিয়ালদহ-মৌলালি- এসএন ব্যানার্জি থেকে ব্রিগেড।
হাওড়া ব্রেবোর্ন রোড- টি বোর্ড থেকে আরআর অ্যাভিনিউ থেকে ব্রিগেড।
হাজরা-এটিএম রোড-জওহরলাল নেহরু রোড থেকে ব্রিগেড।
খিদিরপুর-হেস্টিংস থেকে ব্রিগেড।
পার্ক সার্কাস থেকে ৪ নম্বর ব্রিজ-দরগা রোড-এন্টালি সিআইটি রোড থেকে ব্রিগেড।
পার্কসার্কাস-৪ নম্বর ব্রিজ-দরগা রোড-এন্টালি সিআইটি রোড থেকে ব্রিগেড।
মিলন মেলা-সেভেন পয়েন্ট-পার্ক স্ট্রিট থেকে ব্রিগেড।