শহরে শুরু হচ্ছে ট্রাম পরিষেবা, প্রত্যেক রাইডের পর স্যানিটাইজ করা হবে বগি
কমলিকা সেনগুপ্ত: দক্ষিণ কলকাতায় শুরু হচ্ছে ট্রাম চলাচল। টালিগঞ্জ থেকে বালিগঞ্জের ২৪ /২৯ রুটে পুনরায় চলবে ট্রাম।
জানানো হয়েছে, প্রত্যেক রাইডের পর স্যানিটাইজ করা হবে ট্রামের সমস্ত বগি। সকাল ৭টা থেকে রাত ৮টা অবধি চলবে ট্রাম। ৪০ মিনিট পরপর মিলবে ট্রাম।
গাড়িতে যাত্রীদের মাস্ক পরে ওঠা বাধ্যতামূলক। গাড়িতে যে কটা সিট তার বেশি যাত্রী গাড়িতে উঠতে পারবেন না বলেই জানানো হয়েছে।
আমফানের জন্য বহু লাইন খারাপ হয়ে গিয়েছিল, ইতিমধ্যেই সেগুলো ঠিক করার কাজ শুরু হয়েঠে।
ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল রান। PPE কিট পরেই ট্রামে উঠেছেন চালক এবং কনডাক্টররা।