Submerged Cities: আর মাত্র ছ`বছর! জলে ডুবে যাবে কলকাতা, ডুববে আরও কয়েকটি শহর...

Soumitra Sen Mon, 11 Mar 2024-1:22 pm,

বিশ্ব উষ্ণায়নের জেরে অপেক্ষাকৃত নীচু শহরগুলি জলের তলায় ডুবে যেতে পারে। মূলত উপকূলবর্তী শহরগুলির ক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে।

গত বছর একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে জানা যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে  এবং এর জেরে শহরাঞ্চলে নোনা জলের প্রবেশ ঘটবে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর এতই বাড়তে শুরু করেছে যার জেরে ১২টি উপকূলীয় শহর সম্পূর্ণরূপে ডুবে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কোন কোন শহর জলের নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কা? রয়েছে বেশ কয়েকটি শহরের নাম। এগুলির অধিকাংশই বিখ্যাত। 

এই তালিকায় রয়েছে মুম্বই, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম। চলতি শতাব্দীর শেষের দিকে এই শহরগুলি প্রায় তিন ফুট জলের নীচে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ডুববে ভেনিস, নিউ ওরলিয়েন্স, হো চি মিন শহর। 

ডুববে ব্যাংকক। প্রতি বছর এই শহর ২ থেকে ৩ মিটার করে তলিয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা!

২০৩০ সালের মধ্যে আমস্টারডামের থা খাম, সামুত প্রকান এবং বিমানবন্দর ডুবে যেতে পারে। আগামী ১০ বছরের মধ্যে এই শহরে সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা।

কিন্তু সবচেয়ে ভয়-জাগানো খবরটি হল কলকাতা সংক্রান্ত। আগামী দিনে ভয়াবহ বন্যার কবলে পড়বে কলকাতা। প্রবল ঝড়বৃষ্টি হবে এ শহরে। গঙ্গার পাড়ে অবস্থিত মহানগরের একাংশ ভবিষ্যতে তলিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন গবেষকরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link