Pujor Fashion: জি ২৪ ঘণ্টার ফটোশ্যুটে ইন্দোওয়েস্টার্ন পোশাকে নজরকাড়া Koushani
নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রীরা সবসময়ই শরীরচর্চাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। ফিগার পারফেক্ট রাখতে প্রায় প্রত্যেকেই রোজ জিম করেন। কৌশানী মুখোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। তবে সারাবছর জিমে এক দুদিন অনুপস্থিত থাকলেও পুজোর আগে জিমে যাওয়া মাস্ট। কারণ পুজো মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলা, পুজো মানেই ডায়েট ভাঙা, তাই তার আগে জিম মাস্ট। এবার তিনি হাজির হায়াত রিজেন্সির জিমে।
নায়িকা বলে কথা। তাই জিমেও তাঁর লুক নজরকাড়া। জিমের জন্য তিনি বেছে নিয়েছেন কালো শর্টস ও সাদা টিশার্ট।
সপ্তমী মানেই এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ছুটে বেড়ানো। তাই সপ্তমীর দিনের ডজন্য কৌশানী বেছে নিয়েছেন একটি ইন্দো ওয়েস্টার্ন ড্রেস।
লাল রঙের সিল্কের উপর বাঁধনী কাজের এই ড্রেসে কৌশানীর লুক সত্যিই অনবদ্য। সপ্তমীর এই লুক সেট করেছেন স্টাইলিস্ট সুমিত সিনহা। তাঁর মেকআপ করেছেন সুমিত গঙ্গোপাধ্যায়।
অষ্টমীর লুক হতে হবে সেরা। তাই অষটমীর জন্য কৌশানীর পছন্দ লেহেঙ্গা। গোলাপি রঙের জারদৌসি লেহেঙ্গায় ফ্রেমবন্দি হলেন লাস্যময়ী নায়িকা।
গোলাপি লেহেঙ্গার সঙ্গে কৌশানী বেছে নিয়েছেন মুক্তো বসানো গোল্ডেন গয়না।
নবমী নিশিতে নিজের বেস্ট লুকই চান সকলে, যা একদিকে হবে জাঁকজমকপূর্ণ তো অন্যদিকে এলিগেন্ট। নবমীর জন্য সেরকমই একটি ইন্দো ওয়েস্টার্ন পোশাক বেছে নিয়েছেন তিনি।
সবুজ রঙের সিল্কের পোশাকে সুতোর কাজ করা টপ, সঙ্গে সিল্কের স্কার্ট ও নেটের জ্যাকেটে কৌশানীর লুক এক্কেবারে আলাদা।