`অসমবয়সী সম্পর্ক আমরা আশেপাশে প্রায়ই দেখি কিন্তু পর্দায় দেখতে অসুবিধা হয়`, গোধূলি আলাপ প্রসঙ্গে কৌশিক সেন
নিজস্ব প্রতিবেদন: এক মধ্যবয়সী আইনজীবী পরিস্থিতির চাপে বিয়ে করেন তাঁর থেকে বয়সে অনেক ছোট একটি মেয়েকে। যা মেনে নিতে বেশ অসুবিধা হয় তাঁর পরিবার অর্থাৎ রায় পরিবারের। অরিন্দম রায় ও নোলকের অসমবয়সী প্রেমের গল্পই গোধূলি আলাপ।
সোমবার থেকে শুরু হল এই নয়া ধারাবাহিক। যবে থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে তবে থেকেই এই ধারাবাহিককে ট্রোল করেছেন দর্শক। সোমবার এই ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ধারাবাহিকের অভিনেতারা।
অরিন্দম রায়ের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। তিনি বলেন, 'ধারাবাহিকে গল্পই নায়ক-নায়িকা। গল্পটি যদি ঠিকঠাক দর্শকের সঙ্গে কমিউনিকেট করা যায়, গল্পে গতি থাকলে, চরিত্রগুলো ভালোবাসার মতো হলে সিরিয়াল চলবে।'
কৌশিক সেন বলেন,'আমরা আশেপাশে অনেক অসমবয়সী সম্পর্ক দেখি কিন্তু ছোটপর্দায় বা বড়পর্দায় সেগুলো দেখতে আমাদের অসুবিধা হয়। এখন দেখার এই ধারাবাহিক দর্শক কতটা গ্রহণ করে।'
নোলকের চরিত্রে দেখা যাবে সোমু সরকারকে। এদিন সোমু বলেন কৌশিক সেনের সঙ্গে প্রথম স্ক্রিন শেয়ার করতে ভয়েই ছিলেন তিনি।
ধারাবাহিকে নোলক একটি সাধারণ মেয়ে, প্রাণবন্ত। পরিস্থিতির চাপে তাঁর সঙ্গে বিয়ে হয়ে যায় দুঁদে আইনজীবী অরিন্দম রায়ের সঙ্গে।