`কৃষ্ণকলি`র শ্যামা বাস্তবে কেমন দেখতে? রূপ দেখে চোখ ফেরাতে পারবেন না
রূপ নয়, গুণেই হোক মেয়েদের আসল পরিচয়- জি বাংলা-র ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র মূল প্রতিপাদ্য বিষয় এটিও। ধারাবাহিকের নায়িকা শ্যামার গায়ের রং কালো, তাই একের পর এক সম্বন্ধ ভেঙে যায়। শেষ পর্যন্ত যে বিয়ে ঠিক হয়, সেখানেও বহু গোলমালের পর বিয়ে হয় তাঁর। কিন্তু যে বাড়িতে গিয়ে শ্যামা উঠেছে, যে বাড়ির অলিখিত নিয়ম— বউকে ফর্সা হতেই হবে। সৌজন্যে- অভিজিত্ ভট্টাচার্যের ফেসবুক পেজ
ধারাবাহিকে দেখা যাচ্ছে গায়ের রঙের জন্য প্রতি মুহূর্তে খোঁটা শুনতে হচ্ছে তাঁকে। প্রতিপদে অপদস্ত হতে হচ্ছে। সৌজন্যে- জি বাংলা
অভিনেত্রী তিয়াষা রায় কিন্তু বাস্তবে গৌরী। যদিও গায়ের রংটা কখনওই তাঁর পরিচয় হতে পারে না। তবে দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় তথ্য রয়েছে। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
আকর্ষণীয় তথ্য এটাই যে ‘কৃষ্ণকলি’-নায়িকা কিন্তু বাস্তবে বিবাহিত এবং তাঁর স্বামীও বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা সুবান রায়। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
গত বছর অক্টোবরে বিয়ে করেছেন সুবান ও তিয়াষা এবং বিয়ের পরেই কিন্তু শুরু হয়েছে তিয়াষার অভিনয়ের জীবন। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
তিয়াসা ছিলেন মূলত নৃত্যশিল্পী। পাশাপাশি ছবিও আঁকতেও ভালোবাসেন তিনি। অভিনয়ে আগ্রহ এবং অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলা মূলত বিয়ের পরই। বলা বাহুল্য, স্বামীর সান্নিধ্য়ে। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
বিয়ের পরেই সুবানের পরিচালনায় প্রথম মঞ্চে অভিষেক হয় তিয়াসার অভিনেত্রী হিসেবে। আর তার পরেই এই টেলি-ডেবিউ। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
স্ত্রীয়ের কাজের প্রতি আসক্তি দেখে মুগ্ধ সুবানও। তিয়াসার নতুন কাজ নিয়ে স্বাভাবিকভাবেই উত্সাহিত সুবান। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
তিয়াসা কিন্তু বাস্তবে মোটেই শ্যামাঙ্গী নন, বরং তিনি প্রকৃতপক্ষেই গৌরী। কিন্তু ধারাবাহিকে মেকআপ এতটাই ভালো যে তাঁকে শ্যামাই লাগছে। সৌজন্যে- সুবান রায়ের ফেসবুক পেজ
‘কৃষ্ণকলি’র শ্যুটিংয়ের ফাঁকে তারকাদের ফটোসেশন। সৌজন্যে- জি বাংলা