পাণ্ডিয়ার মানবিক রূপ, দুর্ঘটনাগ্রস্থ প্রাক্তন ক্রিকেটারের পরিবারকে দিলেন ব্ল্যাঙ্ক চেক
ভদোদরা হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ২৮ ডিসেম্বর ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিন। কিডনি ও ফুসফুসে গুরুতর চোট পেয়েছেন।
ইতিমধ্যে মার্টিনের দুঃসময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইরফান পাঠান, জাহির খান, মুনাফ প্যাটেলের মতো ক্রিকেট তারকারাও এগিয়ে এসেছেন তাঁর সাহায্যে। ভারতীয় বোর্ড ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফেও আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে মার্টিনের পরিবারকে। প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই জাতীয় দলের হয়ে মার্টিনের অভিষেক হয়েছিল। ২০০০-০১ মরশুমে বরোদা মার্টিনের নেতৃত্বে রনজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল।
এবার মার্টিনের পরিবারের পাশে দাঁড়ালেন ক্রুনাল পাণ্ডিয়া। হার্দিক পাণ্ডিয়ার দাদা মার্টিনের পরিবারকে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। তিনি আর্জি জানিয়েছেন, সেই চেকে যেন মার্টিনের পরিবার প্রয়োজনমতো অঙ্কটা বসিয়ে নেয়।
মার্টিনের পরিবারকে ক্রুনাল আর্জি জানিয়েছেন, টাকার অঙ্কটা যেন কোনওভাবেই এক লাখের নিচে না হয়! পাণ্ডিয়ার এমন মানবিক রূপ অবশ্যই প্রশংসার দাবি রাখে।