মধ্যরাতে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন, সকালে কুলতুলিতে জ্বলন্ত বাড়িতে উদ্ধার এক ব্যক্তির দেহ!
শুক্রবার মধ্যরাতে এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, সংঘর্ষে গুরুতর আহত আরও বেশ কয়েকজন। শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল কুলতুলি মইপিঠ এলাকা।
শুক্রবার মাঝরাতে ত়ৃণমূল কর্মী অশ্বিনী মান্নাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এসইউসিআই-যুবর সদস্যদের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, তা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছিল।
এরই মধ্যে মইপিঠ এলাকার এসইউসিআইৃ-র জেলা কমিটির সদস্য সুধাংশু জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত বাড়ি থেকে। ঘটনায় পরিবারের তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে।
অভিযোগ, প্রথমে সুধাংশু জানার বাড়িতে হামলা হয়। ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি। এরপর তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা কুলতুলিতে। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিস ও র্যাফের টহল। এলাকার তৃণমূল ব্লক সভাপতি বলেন, "এসইউসিআই-র কর্মীরাই আমাদের কর্মীকে খুন করেছে, বাকি ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষই। "