Kumari Puja at Adyapeath Mandir: রামনবমীর দিনেই দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে ২০০০ কুমারীকে পুজো...
আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদাঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যামাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশের এক জমিতে প্রতিষ্ঠা করেছিলেন।
সেটিই আদ্যাপীঠ মন্দির হিসেবে খ্যাত হয়। সেই আদ্যাপীঠ মন্দিরে অন্নদাঠাকুর শুরু করেছিলেন বাসন্তী পুজো।
আজ থেকে ১১০ বছর আগে, এই বাসন্তী পুজোর নবমীর দিন অর্থাৎ, রামনবমীর দিন ২৮ জন কুমারীকে দিয়ে শুরু করেছিলেন কুমারীপুজো।
সেই থেকে অন্নদা ঠাকুরের রীতি মেনে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে রামনবমীর দিন অনুষ্ঠিত হয় কুমারী পুজো।
এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০০ কুমারীকে মাতৃরূপে পুজো করা হল দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে।
কুমারী পুজো করতে গিয়ে কুমারীদের মধ্যেই মায়ের দর্শন পেয়েছিলেন অন্নদা ঠাকুর।
সেই থেকেই এই আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এই রামনবমীর দিন আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।