কোহলিকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন কোচ কুম্বলে
কোচ-ক্যাপ্টেনের মুখ দেখাদেখি প্রায় বন্ধ ছিল। ভারতীয় ক্রিকেটমহলের একাংশ এখনও বলে, কোহলির জন্য কুম্বলে ভারতীয় দলের কোচের চাকরি হারিয়েছেন। সে যাই হোক, চাকরি খোয়ানোর পর থেকে ক্যাপ্টেনকে নিয়ে তেমন কোনও কথা বলেননি কুম্বল।
এবার কোহলিকে নিয়ে বললেন কুম্বলে। এবার অবশ্য কোহলির সঙ্গে ধোনিকে নিয়েও কথা বললেন কুম্বলে।
জাম্বো বললেন, ধোনির জন্য কোহলি অনেকটা নিশ্চিন্ত হয়ে ক্যাপ্টেন্সি করতে পারে। ধোনি উইকটের পিছনে আছে মানে কোহলির কাজ অনেকটা কমে যায়। ধোনির সঙ্গে আলোচনা করে অনেক সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারে কোহলি।
ধোনিকে নিয়ে কুম্বলের বক্তব্য, ধোনি দীর্ঘদিন অধিনায়কত্ব করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগে। তার উপর ধোনি উইকেটের পিছনে থাকে বলে বোলারদের সব থেকে ভাল নির্দেশ দিতে পারে। কোহলি সেটার সুবিধা পায়।
ধোনির সাহায্য নিয়ে কোহলি ফাইনাল ওভারগুলোতে সুবিধা পায় বলেও মন্তব্য কুম্বলের। তিনি বললেন, একদিনের ক্রিকেটে ধোনির উপর অনেকটা নির্ভরশীল বিরাট। যে কোনও ম্য়াচের শেষ ১০-১৫ ওভারে ফিল্ডিং প্লেসমেন্ট-এর ক্ষেত্রে ধোনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে ধোনির উপর নির্ভর করতে হয় কোহলিকে।