শিলং-এর সিবিআইয়ের কাছে রাজীবের বিরুদ্ধে অভিযোগ কুণালের, কী তথ্য ফাঁস?
মঙ্গলবার ফের শিলঙয়ে সিবিআই-এর মুখোমুখি হন কুণাল ঘোষ। জেরার সিবিআইকে সারদা সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি? সিবিআই দফতর থেকে বেরিয়ে কুণাল ঘোষ যা জানালেন...
“সিবিআই-কে লিখিতভাবে জানিয়েছি রাজীব কুমার কয়েকজনকে ফোন করেছেন। যা তদন্তের জন্য ক্ষতিকারক।”
কুণাল ঘোষের দাবি, রাজীব কুমারকে জেরা করে বেশ কয়েকজন তদন্তকারী অফিসারের নাম উঠে এসেছে। জেরার শেষে ফিরে রাজীবকুমার সেই সব তদন্তকারী অফিসারদের ফোন করেছেন বলে দাবি কুণালের।
“আমার সঙ্গে যা যা ঘটেছিল, আমার যা বলার ছিল, তাই আজ সিবিআইকে জানিয়েছে”
“রাজীবকে নিয়ে আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। ওঁকে ঘণ্টার পর ঘণ্টা জবাব দিতে হচ্ছে । তখন যদি শুনতেন আজ এই অবস্থা হত না।”
“এটা আমার নৈতিক জয়।”