La Liga 2019-20: মেসির গোলে লিগ শীর্ষে বার্সেলোনা
রবিবার লা লিগায় নূ ক্যাম্পে গ্রানাদার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা।
ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল বার্সেলোনাকে। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়।
অবশেষে ৭৬ মিনিটে লিওনেল মেসির গোলে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা।
গ্রানাদাকে ১-০ গোলে হারায় মেসিরা। ২০ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে এক নম্বরে বার্সা।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে দু নম্বরে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।