চিনা জিনিস বয়কট করুন, লাদাখে শহিদ সেনাদের স্মৃতিতে মিছিলে হেঁটে ডাক লকেটের

Wed, 17 Jun 2020-10:35 pm,

লাদাখে শহিদ ২০ ভারতীয় সেনার স্মৃতিতে মোমবাতি মিছিল করল রাজ্য বিজেপি। বুধবার মিছিলটি বের হয় রাজ্য বিজেপির সদর দফতর থেকে।-ছবি-অঞ্জন রায়

এদিন মিছিলে পা মেলান লকেট চট্টোপাধ্যায়-সহ রাজ্যের অন্যান্য বিজেপি নেতারা। -ছবি-অঞ্জন রায়

লকেট চট্টোপাধ্যায় বলেন, দেশের এই সংকট  মুহূর্ত প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এর জন্য তাঁকে অভিনন্দন। -ছবি-অঞ্জন রায়

লকেট আরও বলেন, যে চিনা সেনার হাতে ভারতীয় জওয়ানরা শহিদ হয়েছেন সেই চিনের জিনিস বয়কট করুন। -ছবি-অঞ্জন রায়

বিজেপি নেত্রী বলেন, সেনার পাশে রয়েছে গোটা ভারত। এই সময়ে গোটা দেশ ঐক্যবদ্ধ। -ছবি-অঞ্জন রায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link