ল্যাকমে ফ্যাশান উইকে সাদা গাউনে গর্জাস কঙ্গনা
পূজা হেগড়ে, স্বরা ভাস্কর, সুস্মিতা সেনের মত ল্যাকমে ফ্যাশন উইক-২০১৮র র্যাম্পের রোশানাই বাড়ালেন কঙ্গনা রানাওয়াত।
পাঁচদিন ধরে চলা ল্যাকমে ফ্যাশান উইক- ২০১৮র শেষ দিনে ঝলসে উঠলেন কুইন অভিনেত্রী।
সাদা এমব্রয়ডারি করা গাউনের সঙ্গে মাথায় ওড়না দিয়ে র্যাম্পে হাঁটলেন কঙ্গনা।
এদিন র্যাম্পে এক্কেবারে 'আপনা আন্দাজ' এ ধরা দিলেন হিমাচল প্রদেশের সুন্দরি কঙ্গনা।
ডিজাইনার শ্যামল ও ভূমিকার ডিজাইন করা গাউনে ল্যাকমে ফ্যাশান উইকের পঞ্চম দিনের 'আফটারনুন সেশন'এ র্যাম্পে হাঁটতে দেখা গেল কঙ্গনাকে।
খুব শীঘ্রই 'মনিকর্নিকা: দ্যা কুইন অব ঝাঁসি' ছবিতে রানী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।
হৃত্বিক রোশন থেকে আদিত্য পাঞ্চোলি একাধিক জনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কিছুদিন আগেই সরব হয়েছিলেন কঙ্গনা। তাঁর মন্তব্যের জেরে ঝড় ওঠে বি-টাউনে।
বলি ডিভাদের মধ্যে বরাবরই হটকে কঙ্গনা। ফের একবার 'কুছ পরোয়া নেহি' মেজাজেই ঝলসে উঠলেন ল্যাকমে ফ্যাশান উইকের র্যাম্পে।