ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বাকদান সেরেই ফেললেন লালুপুত্র তেজপ্রতাপ
বাকদান পর্ব সেরে ফেললেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। বিয়ে সম্ভবত মে মাসে।
পাত্রী, রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে ঐশ্বর্য রাই।
অনুষ্ঠানের জন্য ফুল আনা হয়েছিল পটনা, কলকাতা, বেঙ্গালুরু ও পুণা থেকে।
পটনার হোটেল মৌর্য-তে বাকদানপর্বের অনুষ্ঠান হয়। উপস্থিতি ছিলেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
বাড়ির কোনও শুভ অনুষ্ঠানে এই প্রথম থাকতে পারলেন না লালুপ্রসাদ যাদব। পশুখ্যাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি এখন জেলে।
অনুষ্ঠানে লালুর মেয়ে মিশা ভারতী বলেন, ‘ভাই নতুন জীবনে পা রাখতে চলেছে। এরকম এক অনুষ্ঠানে বাবাকে খুব মিস করছি।’
লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ ২০১৫ সালে মহুয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচত হন। পরিবেশ মন্ত্রী হন নীতীশ কুমার সরকারে।