Land of the Midnight Sun: চির-আলোর দেশ! এই সব জায়গায় সূর্য অস্তই যায় না!

Soumitra Sen Mon, 31 Jan 2022-1:37 pm,

যেমন, হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে--সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলে এই অঞ্চলেও সারাদিন সূর্যোলোক লক্ষ্য করা যায় ৷ নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর ৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই স্থান পেয়েছে এটি ৷ 

ব্রিটেনের পরে ইউরোপের সব চেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড ৷ এখানে বছরের একটা বিশেষ সময়ে অরোরা দেখতে পাওয়া যায় ৷

আর গ্রীষ্মে টানা ৫০ দিন কানাডার ইউকোন অঞ্চলে সূর্যাস্ত হয় না ৷ ছবির মতো সুন্দর এই অঞ্চলে পর্যটকরা ভিড় জমাতেই থাকেন ৷ তার মধ্যে প্রকৃতির এই অপূর্ব দান!

সুইডেনের একেবারে উত্তরে রয়েছে কিরুনা শহর। জনসংখ্যা মাত্র ১৯০০০ ৷ বছরের ১০০ দিনেরও বেশি সময় ধরে এখানে সারাদিন সূর্যের আলো থাকে। সূর্যাস্ত হয় না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link