Land of the Midnight Sun: চির-আলোর দেশ! এই সব জায়গায় সূর্য অস্তই যায় না!
যেমন, হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে--সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলে এই অঞ্চলেও সারাদিন সূর্যোলোক লক্ষ্য করা যায় ৷ নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর ৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই স্থান পেয়েছে এটি ৷
ব্রিটেনের পরে ইউরোপের সব চেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড ৷ এখানে বছরের একটা বিশেষ সময়ে অরোরা দেখতে পাওয়া যায় ৷
আর গ্রীষ্মে টানা ৫০ দিন কানাডার ইউকোন অঞ্চলে সূর্যাস্ত হয় না ৷ ছবির মতো সুন্দর এই অঞ্চলে পর্যটকরা ভিড় জমাতেই থাকেন ৷ তার মধ্যে প্রকৃতির এই অপূর্ব দান!
সুইডেনের একেবারে উত্তরে রয়েছে কিরুনা শহর। জনসংখ্যা মাত্র ১৯০০০ ৷ বছরের ১০০ দিনেরও বেশি সময় ধরে এখানে সারাদিন সূর্যের আলো থাকে। সূর্যাস্ত হয় না।