Typhoon Khanun: ১৭৩ কিমি বেগে ধেয়ে আসছে মারাত্মক বিধ্বংসী ঝড় `খানুন`! কী হবে রাজ্যে?

Soumitra Sen Wed, 02 Aug 2023-3:22 pm,

এ বছরের ষষ্ঠ টাইফুন হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে খানুন। এটা জাপানের উপকূলে। এর গতিবেগ হতে পারে ১৭৩ কিমি। বিপুল ধ্বংসলীলার আশঙ্কা করা হচ্ছে। 

গতকাল জানা গিয়েছিল, সমুদ্র থেকে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে এসে উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঝড়। এজন্য সতর্কতাও জারি হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরানোর কাজে ব্যস্ত। তবে আজ সেটা ১৭৩ কিমি প্রতি ঘণ্টা। 

বলা হয়েছে, গত এক দশকের মধ্যে সব চেয়ে বড় মাপের ঝড় হতে চলেছে এটি। আতঙ্কে কাঁপছে জাপান। ফিলিপিন্সের সমুদ্র থেকে প্রতি ঘণ্টায় ১৭৩ কিলোমিটার বেগে জাপানে আছড়ে পড়তে চলেছে ঝড়টি। জাপানের দক্ষিণ-পশ্চিমে ওকিনাওয়া-আমামিতে বেশ বড় ও শক্তিশালী এই টাইফুন আছড়ে পড়বে।

 

জাপানের দক্ষিণ-পশ্চিমে আজ, মঙ্গলবার বিকেলের মধ্যে খানুন আছড়ে পড়বে। জাপানের পাশাপাশি চিনের পূর্বাংশেও খানুনের প্রভাব দেখা যাবে। সেখানে খানুনের প্রভাবে গত ৩-৫ দিন ধরে ঝড়ো হাওয়া বইছেই। হয়তো আরও বাড়বে।

ঝড়ের জেরে ওকিনাওয়া-মুখী সমস্ত উড়ানই বাতিল হয়ে গিয়েছে। বুলেট ট্রেন পরিষেবাও স্থানবিশেষে বন্ধ রাখা হয়েছে। 

 

এদিকে নিম্নচাপের জেরে সঙ্গিন কলকাতা। ভেঙে পড়েছে গাছ। জলে ডুবেছে রাস্তা। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। রাস্তাঘাট প্রায় অগম্য। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link