Rs 2000 Notes: জমা দেওয়ার আজই শেষ দিন, রবিবার থেকেই স্রেফ কাগজের টুকরো হয়ে যাবে ২০০০ এর নোট
আগামিকাল অর্থাত্ ১ অক্টোবর থেকেই ২০০০ টাকার নোট স্রেফ একটা কাগজের টুকরো হয়ে যাবে। কারণ ওই নোট দিয়ে লেনদেন সেপ্টেম্বরের শেষের পর বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্ক বা যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে ২ হাজারের নোট বদল করে নেওয়া যাবে। সেই সময়সীমার আজই শেষ দিন।
২০১৬ সালের নভেম্বরে আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্র। তার পরিবর্তে বাজারে আসে ২০০০ টাকার নোট। এ বছর মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হব। সেই নোট জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩০ সেপ্টেম্বর।
এখন অক্টোবর থেকে কী হবে? সরকারের বক্তব্য, ২ হাজারের নোট বাতিল হচ্ছে না। তবে তা দিয়ে কোনও লেনদেন করা যাবে না।
সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যদি কারও কাছে ২০০০ এর নোট থেকে যায় তাহলে কী হবে? ওই নোট বাজারে না চললেও তা একমাত্র রিজার্ভ ব্যাঙ্কেই বদল করা যাবে।