বিদায় `ফেলুদা`, রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা, পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী সহ বাম নেতৃত্ব
গানে, কবিতায় বিদায় প্রিয় অভিনেতাকে। সঙ্গে হাতে প্ল্যাকার্ড, মোমবাতি। নিস্তব্ধতা মিশে গেল শেষযাত্রায়। (ছবি- অর্ণবাংশু নিয়োগী, অনুসূয়া ব্যানার্জি, মৌমিতা চক্রবর্তী, সুকান্ত মুখার্জি)
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষযাত্রায় কবিতা পাঠ করছেন অভিনেতা কৌশিক সেন।
দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষে প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
এদিন সকালে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি।
বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ আপামর রাজ্য়বাসী। সোশ্যাল মিডিয়ায় বার বারই উঠে আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, প্রত্যেকের আবেগ ও শ্রদ্ধা।
আজই শেষকৃত্য হচ্ছে প্রয়াত অভিনেতার। কেওড়াতলা মহাশ্মশানে হচ্ছে শেষকৃত্য।
সকালে হাসপাতাল থেকে প্রথমে গল্ফগ্রিনে অভিনেতার বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখান থেকে আনা হয় টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োতে।
সেখান থেকে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় প্রয়াত অভিনেতাকে। সকলের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দীর্ঘ সময় রবীন্দ্রসদনে শায়িত ছিল মরদেহ।
রবীন্দ্রসদন থেকে পদযাত্রায় কেওড়াতলায় নিয়ে যাওয়া হচ্ছে প্রয়াত অভিনেতাকে। পদযাত্রায় সামিল হয়েছেন মুখ্য়মন্ত্রী সহ বাম নেতৃত্ব ও টলিউডের বিভিন্ন কলাকুশলীরা।