বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা
অন্তিম শয্যায় বাজপেয়ীর নশ্বর দেহ। প্রিয় নেতাকে শেষবারের মতো চোখের দেখা দেখতে মানুষের ঢল।
হে বন্ধু বিদায়.... রাজনীতি থেকে প্রশাসন, দীর্ঘ সময় একসঙ্গে পথ চলা.... দীর্ঘ ৬৫ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ আডবাণী
প্রাক্তনকে শেষ শ্রদ্ধা বর্তমানের।
"এক অসীম শূন্যতা"... বাজপেয়ীর প্রয়াণে প্রতিক্রিয়ায় বলেন মোদী।
অগ্রজকে প্রণাম অনুজের।
বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়ার।
নতমস্তকে বাজপেয়ীকে অন্তরের শ্রদ্ধার্ঘ কংগ্রেস নেতা জোতিরাদিত্য সিন্ধিয়ার।
শ্রদ্ধা জানাতে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও।
বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ রাহুল সিনহার।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবকে শ্রদ্ধাজ্ঞাপন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।
প্রণাম বিজেপি সভাপতি অমিত শাহের।
বাজপেয়ীকে শ্রদ্ধা জানাচ্ছেন লালকৃষ্ণ আডবাণীর মেয়ে প্রতিভা আডবাণী।
অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিতে সপরিবারে দিল্লি এসেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
শ্রদ্ধা জানাল উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক।
বাজপেয়ীকে প্রণাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
শোকবিহ্বল ড্রিমগার্ল।
পথপ্রদর্শক বাজপেয়ীকে প্রণাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের।
পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং।
শ্রদ্ধা জানাচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিতে এসেছেন ভূটানের রাজা জিগমে ওয়াংচুক।
শেষ শ্রদ্ধা আপ সাংসদ সঞ্জয় সিংয়ের।
পুষ্পস্তবক দিচ্ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
রাজনৈতিক ও মতাদর্শগত বিরোধের জন্য কোনওদিন মানবতাকে ছোট হতে দেননি বাজপেয়ী। দেশের বর্তমান পরিস্থিতিতে এই মূল্যবোধ এখন ভীষণ জরুরি। বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে এসে বললেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বাজপেয়ীর প্রয়াণ ভারতের জন্য বড় ক্ষতি। শেষকৃত্যে যোগ দিতে এসে বললেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডোমিনিক অ্যাসকুইথ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাজপেয়ীর অবদান ও বাংলাদেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ভোলার নয় : বাংলাদেশ বিদেশমন্ত্রী
বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিতে এসেছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী লক্ষ্মণ কিরিয়েল্লা।