Lata Mangeshkar Passes Away: প্রথম ভারতীয় লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে গাইবার সম্মান অর্জন করেছিলেন যিনি!

Soumitra Sen Mon, 07 Feb 2022-12:27 pm,

চলে গেলেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন এক অসাধারণ অবিস্মরণীয় লেগ্যাসি। সারা ভারত শোকে মুহ্যমান। সারা পৃথিবীর মানুষ তাঁর প্রয়াণের খবরে মর্মাহত। এ হেন লতার জীবনে নানা আশ্চর্য ব্যতিক্রমী সব ঘটনা ছিল।    

যেমন লতা তাঁর দীর্ঘ কেরিয়ারে ভারতের এমন কোনও মহত্তম মিউজিক ডিরেক্টর ছিলেন না যাঁর সঙ্গে কাজ করেননি। কিন্তু তিনি কখনও ও.পি. নইয়ারের মানের এক মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করেননি।  

গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠেছিল লতার। ১৯৭৪ সালের গিনেস বুক অফ রেকর্ডের সংস্করণে লতাকে 'মোস্ট রেকর্ডেড আর্টিস্ট'-এর স্বীকৃতি দেওয়া হয়েছিল। যদিও এই দাবি মহম্মদ রফির তরফেও ছিল। ফলে গিনেস রেকর্ডে লতার পাশাপাশি রফির নামও ছিল।

লতাই প্রথম ভারতীয় শিল্পী যিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে গাইবার সম্মান অর্জন করেন।

এ হেন লতা একবার বলেছিলেন তিনি কখনও নিজের গান শোনেন না। কেননা, শুনলে তিনি নিজের গানে হাজারটা খুঁত খুঁজে পাবেন!

চলে গেলেন এহেন লতা মঙ্গেশকর। নানা ভাষায় নানা ধরনের গান গেয়ে তিনি এমন এক ইতিহাস সৃষ্টি করে গেলেন নিছক গানের সংখ্যা দিয়ে যে গৌরবকে মাপা যায় না। তিনি চির অনন্য হয়েই রয়ে যাবেন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link