Cyclone Dana Updates: এসে গেল `ডানা`র এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট! কোন পথে সে? কোথায় চলবে ধ্বংসলীলা? প্লাবিত হবে বাংলা?
এই ঝড়ে পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ ১২০ কিলোমিটার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ৯০ কিমি গতিবেগ। ১-২ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। ০.৫-১ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে।
বৃহস্পতিবার ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
কোথাও অতি ভারী বৃষ্টি। কিছু এলাকায় আবার অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় সব চেয়ে বেশি প্রভাব পড়বে।
কাঁচা বাড়ি ভাঙবে; ক্ষতি হবে কাঁচা রাস্তার; শস্যের ক্ষতি হবে। নীচু এলাকা প্লাবিত হতে পারে। চাল উড়ে যেতে পারে। গাছ উপড়ে যেতে পারে। যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় প্রভাব পড়বে। দৃশ্যমানতা কমতে পারে।
২৪ অক্টোবর ও ২৫ অক্টোবরে ফিশিং ও ফেরি বন্ধ। পশ্চিমবঙ্গের আট জেলায় ঘরে বা কোনও নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।