আগামী চার দিন রাজ্যজুড়ে টানা ঝড়-বৃষ্টি, বয়ে যাবে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখীও
গরম চড়লেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। রবি থেকে বুধ টানা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গল এবং বুধবার ঘণ্টা ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আছড়ে পড়বে। সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর বঙ্গে।
আজ কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা, আদ্র আবহাওয়া রয়েছে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি তাপমাত্রা উপরে ছিল। সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৪১ থেকে ৯১ শতাংশ।
তবে আজ বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মালদা এবং দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি এবং অন্যান্য জেলা বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে সন্ধের দিক থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই জেরে আগামী দু-তিন থাকবে। দার্জিলিং থেকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে পুরুলিয়া সর্বত্র ভারী এবং মাঝারি ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, কালবৈশাখী হবে বুধবারেও। মুর্শিদাবাদের উপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে নদিয়া, বীরভূম এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস