ধনদেবীর আরাধনায় `রাইকিশোরী` অদিতি মুন্সি
করোনা আবহে দুর্গাপুজোর মতোই এবার কারোর বাড়িতেই বিশেষ আড়ম্বরের সঙ্গে লক্ষ্মীপুজো হচ্ছে না। আর সবার মতোই এবার ঘরোয়াভাবে ধনদেবীর আরাধনার আয়োজন করেছেন 'রাইকিশোরী' অদিতি মুন্সি।
ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়
জনপ্রিয় কীর্তন গায়িকা অদিতি মুন্সি বলেন, ''প্রত্যেক বছরই আমার বাড়িতে বড় করেই লক্ষ্মী পুজো হয়, অনেক লোকজন আসেন। তবে এবার তো সেটা সম্ভব হচ্ছে না। তবে পুজোর তোরজোরে কোনও খামতি রাখা হয়নি।''
ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়
অদিতি মুন্সি জানান, ''প্রত্যেকবার সাজানোর দায়িত্বটা মামণি আমার উপরই দেন। এবারও তাই হয়েছে। আগের পর লক্ষ্মী প্রতিমাকে লাল শাড়ি পরানো হয়েছিল। এবার আমি একটি অন্য রঙের কিছু পরাতে চেয়েছিলাম, তাই খুঁজে খুঁজে আমার পছন্দের একটা রঙের বেনারসী কিনে এনেছি।''
ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়
আদিতি মুন্সি জানান, ''আমি বিয়ের পর থেকেই লক্ষ্মীপুজোর ভোগ রান্নার দায়িত্ব পেয়েছে। অন্যবার দায়িত্বটা একটু কম থাকে। তবে এবার ভোগ রান্নার অনেকটাই আমিই করছি।''
ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়
অদিতি মুন্সির কথায়, ''আমার মায়ের বাড়িতে চালের ভোগ হত না, তবে এই বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে চালের ভোগ হয়, সেটাই করছি।''
ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়